কিছু অনুভূতি
- নীলিমা ০৪-০৫-২০২৪

সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে
আনমনে হাটতে হাটতে
কবে যে মাঝ সমুদ্রে পৌঁছালাম!
সম্বিত ফিরে পেলাম অনুপ্রেরণার স্পর্শে
আশার হাত ধরে দুচোখে স্বপ্ন আঁকতে আঁকতে
অদ্ভুত এক ভালো লাগায় ঘোরের মাঝে
কখন যেনো দাঁড়িয়ে তীর ঘেঁষে!
হঠাৎ চকিত দৃষ্টি খুঁজে ফিরে দিক বি দিক
শূন্য তীর হাহাকার!
কোথায় অনুপ্রেরণা? কোথায় আশা?
তবে কি ভুল সবই?
নিভিয়ে গেল কি আশার প্রদীপ?
এ কেমন আলো আঁধারির খেলা!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।